১.নামজারী ও জমাখারিজঃ নির্ধারিত ফরমে ০১ (এক) কপি ছবি সহ ও ৫/- টাকার কোর্ট ফি সহ মালিকানা স্ব-পক্ষের কাগজ পত্র সহ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করবেন। সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নামজারি ও জমাখারিজ নিষ্পত্তি করা হয়।
২. খাস জমি বন্দোবস্তঃ প্রকৃত ভূমিহীন নির্ধারিত ফরমে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় আবেদন করতে হয়।
৩. আবাসনঃ ছিন্নমূল ভূমিহীন পরিবার নির্ধারিত ফরমে আবেদন করবেন।
৪. উপজাতীয়দের ভূমি হস্থান্তর সংক্রান্ত প্রতিবেদন জেলাতে প্রেরন করা হয়।
৫. অকৃষি খাস জমিঃ সরকারী নির্দেশিত নিয়মে অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়।
৬. বন্দোবস্তকৃত ভুমি নির্ধারিত ফরমে কবুলিয়ত রেজিষ্ট্রি কার্যক্রম করা হয়।
৭. লীজ নবায়নঃ- অর্পিত সম্পত্তি লীজকৃত ভূমি নবায়ন করা হয় ।
৮. ভূমি সংক্রান্ত সরকারী নীতি মালা আলোকে জনগণের চাহিদা মোতাবেক বিভিন্ন রকম তথ্য প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস